মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

তুলতুল পেলেন “শ্রী দাদা সাহেব ফালকে এওয়ার্ড”

 

সম্প্রতি লেখালেখিতে অবদানের জন্য  জনপ্রিয় তরুণ লেখক শাম্মী তুলতুল  পেলেন  “শ্রী দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক এওয়ার্ড বাংলাদেশ”। দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন  ভারত তাকে এই পুরস্কারে মনোনীত করেন।উল্লেখ্য যে করোনা মহামারিতে তুলতুল প্রচুর লেখালেখি করে  তার কলম দিয়ে দেশের মানুষকে যথেষ্ট সচেতন করেছেন। তিনি বাংলাদেশ, ভারতের ভিবিন্ন  জাতীয় পত্র- পত্রিকায় বাংলা ইংরেজীতে কবিতা, গল্প লিখে সুনাম কুড়িয়েছেন। তারই সুবাদে তাকে এই মূল্যবান পুরস্কারে ভূষিত করেন  শ্রী দাদাসাহেব ফিল্ম এন্ড ফাউন্ডেশন কর্তৃপক্ষ। 

পুরস্কার প্রাপ্তিতে  তুলতুল বলেন, আসলে এমন কিছু চমক আসে জীবনে যা কখনো  আশা  করা হয়না।তবে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি।পড়ালিখায় প্রচুর ফাঁকিবাজ ছিলাম বলে,আব্বা -আম্মা কোনোদিন আমাকে দিয়ে কিছুই আশা করেনি।একটা রক্ষণশীল পরিবার থেকে বের হয়ে এসে সারা বিশ্বে লেখালেখি করে নিজেকে দাড় করানো অত্যন্ত কঠিন ও পরিশ্রমের।আর যেখানে বিনোদন খুব সহজ সেখানে একজন লেখকের লিখা পাঠকের গভীরে পৌঁছা  এত সহজ নয়।তাই এই আন্তর্জাতিক স্বীকৃতি সত্যি অনেক অনেক আনন্দের।

তুলতুল বাংলাদেশের, ভারত ও বিদেশে বাঙ্গালী পত্রিকায় লিখালিখি করে জপ্রিয়তা অর্জন করেছেন। তার ভারত/ বাংলাদেশ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।এছাড়াও তিনি পেয়েছেন আরও  উল্লেখযোগ্য অন্যান্য  জাতীয় পুরস্কার।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: