নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার(৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের নিকট নিকট তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সাবেক সাংসদ মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে শাহদাব আকবর লাবু চৌধুরীকে ঢাকা থেকে ফরিদপুরে প্রবেশের সময় দৌলতদিয়া হতে কয়েকশ গাড়ীর বহর নিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা। নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।



0 coment rios: