অনলাইন ডেস্কঃ আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সিত্রাং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এদিকে বৈরী পরিবেশে উত্তাল সমুদ্র। এমন পরিস্থিতিতে করণীয় কী তা কি জানেন?
* নিরাপদ স্থানে অবস্থান বা আশ্রয় গ্রহণ করতে হবে। বিভিন্ন স্থানে আটকে পড়া বা বিপদগ্রস্থ মানুষ সহায়তা করুন। কোনোভাবেই খোলা আকাশের নিচে থাকা যাবে না। পোষ্যদেরও বাড়ির ভিতর নিরাপদ স্থানে রেখে দিন। গুরুত্বপূর্ণ কাগজপত্র, পরিচয় পত্র, রেডিও, শুকনা খাবার, বিশুদ্ধ পানি, দিয়াশলাই, টর্চ লাইট, মোমবাতি ইত্যাদি প্রয়োজনীয় অনুসঙ্গ সঙ্গে রাখতে হবে।
* ভারি বর্ষণ, ঝড় হাওয়া, বজ্রপাত ইত্যাদি হতে পারে। ঘূর্ণিঝড় চলাকালে সাবধান থাকতে হবে ঘরের বাইরে চলাফেরায়। ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতন থাকতে হবে।
* বাইরের চলাফেরার সময় বৈদ্যুতিক খাম্বা ও তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও ঝড় বাতাসে উপড়ে যাওয়া গাছ, বৈদ্যুতিক খাম্বা এবং বাতাসে উড়ে আসতে পারে এমন যে কোনো বস্তুর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন না।
* সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে আতঙ্কিত হবেন না। নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সংবাদ জেনে করণীয় নির্ধারণ করতে হবে। বিপদে শান্ত থেকে সমাধানের চেষ্টা করাই আসল কাজ।
* দরজা-জানালা বন্ধ রাখুন যাতে বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে না পারে।



0 coment rios: