নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান || আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় চিত্রাং এর কারণে সমগ্র বাংলাদেশে বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরই পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন মদন উপজেলার সকল নদীপথে ইঞ্জিন চালিত নৌযান আজ ২৪ অক্টোবর রোজ সোমবার থেকে আগামী কাল ২৫ অক্টোবর রোজ মঙ্গলবার আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রেখে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
ঘূর্ণিঝড় সিত্রাং আজ উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। এর প্রভাবে সারাদেশে বিরূপ আবহাওয়া প্রতিরুপ বিরাজ করছে। তাই আজ সন্ধ্যা থেকে আগামীকাল বেলা ২ টা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে নিরাপদ স্হানে অবস্থান করার অনুরোধ করেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন।



0 coment rios: