শনিবার, ২২ অক্টোবর, ২০২২

ফরিদপুরে চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

 নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপরের সদর বাজারের চকবাজার ও ঝিলটুলি এলাকায় চিনির পাইকারি ও খুচরা দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়।

শনিবার ( ২২ অক্টোবর) জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ধার্য্যকৃত মূল্য থেকে চিনির মূল্য বেশি রাখা, চিনির ক্রয় রশিদ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চকবাজারে মেসার্স মা স্টোরকে ৫ হাজার টাকা এবং ঝিলটুলীতে স্বপ্ন সুপার শপ কে ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ, সরবরাহ  পরিস্থিতি তদারকি করা হয়।

এসময়  জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ বজলুর রশিদ খান,সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের একটি টিম এবং চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ বলেন, জেলা প্রশাসক, ফরিদপুর এর দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হেয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: