অনলাইন ডেস্কঃ
ব্রিটিশ গোয়েন্দা প্রধান বলেছেন, রাশিয়ার সাধারণ জনগণকে ইউক্রেনে পুতিনের আক্রমণের মূল্য গুণতে হচ্ছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের (রুসি) সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দু’একদিনের মধ্যে যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রধান জনসম্মুখে বক্তব্য দিবেন।
থিংক ট্যাংক রুসির সঙ্গে আলাপে যুক্তরাজ্যের সর্ববৃহৎ গোয়েন্দা সংস্থা গভর্মেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স এর প্রধান জেরেমি ফ্লেমিং আরও বলেছেন, পুতিন যুদ্ধ নিয়ে ভুল পরিমাপ করেছেন, রাশিয়ার নাগরিকরা সেটা উপলব্ধি করতে পারছে।জেরেমি ফ্লেমিং বলেন, পুতিনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় সামান্যই কার্যকর হয়েছে, তার সিদ্ধান্তে ত্রুটি ধরা পড়েছে।
ব্রিটিশ এই গোয়েন্দাপ্রধান বলেন, রাশিয়ার জনগণ এবং তাদের সমরাস্ত্রের মূল্য বিস্ময়কর। আমরা জানি এবং যুদ্ধের মাঠে থাকা রাশিয়ার কমান্ডাররা জানে– অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে ঘাটতি পড়ছে। যুদ্ধে এবং সাইবার স্পেসে ইউক্রেনীয় সেনাদের সাহসী কর্মকাণ্ড যুদ্ধের স্রোত পরিবর্তন করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: সিএনএন



0 coment rios: