আজিজুর রহমান আজিজ, চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা আঃ কাদীর একজন শারীরিক প্রতিবন্ধী। গত শনিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক আট ঘটিকায় উনার স্ত্রীকে নিজের রিকশায় করে চিকিৎসার জন্য শায়েস্তাগঞ্জ বিরামচড় সেবা হোমিও হলে যান। সেবা হোমিও হলের সামনে রেখে চিকিৎসা পত্র গ্রহণের ভিতরে যান ।
আব্দুল কাদির ও উনার স্ত্রী চিকিৎসা নেওয়ার পড়ে বাহিরে এসে দেখেন কে-বা কাড়া রিকশাটি নিয়ে গেছে।
উল্লেখ্য যে আব্দুল কাদির একজন প্রতিবন্ধী তার ২ সন্তান ও স্ত্রী সহ পরিবারের সদস্য ৪ জন। এই ৪ জন সদস্যর জীবীকা নির্বাহের জন্য খুব কষ্ট করে বগলে ভর দিয়ে হাতুলের মাধ্যমে হেটে হেটে বাজারে গিয়ে সে সাহায্য সহযোগিতা তুলতেন। কোনো কোনো দিন অসুস্থতার জন্য তাহা পারতেন না। সে দিন তার ছেলে মেয়ে নিয়ে উপবাস থাকতে হত।
এ অবস্থা থেকে উত্তরণেরজন্য ও কর্মসংস্থানের লক্ষ্য প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ - ৫ নংশানখলা ইউনিয়ন, আঃ কাদীরকে ১ টি রিকশা প্রদানের জন্য উদ্যোগ নেয়। সে উদ্যোগ সফল করতে এগিয়ে আসেন কাজী এন্ড খান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খাঁন সাহেব
গত রমজানে মাসে এই রিকশাটি আঃ কাদীর মিয়ার হাতে তুলে দেওয়া হয়।
প্রতিবন্ধী আব্দুল কাদির অস্রশিক্ত নয়নে বলেন আমার একমাত্র রোজগারের মাধ্যম ছিল রিকশা এখন আমি রোজগার করতে পারিনা বৌ পোলাপানের মুখে দুটো ভাত দিতে পারিনা
তিনি বলেন আপনারা আমার ভাই লাগেন রিকশাটা উদ্ধার করে দেন



0 coment rios: