শনিবার, ২২ অক্টোবর, ২০২২

পীরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গণঅনশন


ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
সংখ্যা লঘু সম্প্রদায়ে জন্য আওয়ামীলীগ সরকারের ২০১৮ সালে ঘোষিত নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের দাবীতে গণঅনশন কর্মসূচী পালন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। 

শনিবার পৌর শহরের পূর্ব চৌরাস্তার বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে দিন ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়ের সভাপতিত্বে গন অনশন চলাকালে কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ বক্তব্য রাখেন, পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিয়োদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাতি জয়নাল আরেদিন বাবুল। 

দাবি আদায়ের লক্ষ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভা ঃ বিষ্ণুপদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার শীল, পীরগঞ্জ ইউনিয়ন আ’লীগ সভাপতি অরুন চন্দ্র রায়, পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি বাদল চন্দ্র রায় ও উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আশীষ কুমার শীল  এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: