সর্বশেষ

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

তুলতুল পেলেন  “শ্রী দাদা সাহেব ফালকে এওয়ার্ড”

তুলতুল পেলেন “শ্রী দাদা সাহেব ফালকে এওয়ার্ড”

 

সম্প্রতি লেখালেখিতে অবদানের জন্য  জনপ্রিয় তরুণ লেখক শাম্মী তুলতুল  পেলেন  “শ্রী দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক এওয়ার্ড বাংলাদেশ”। দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন  ভারত তাকে এই পুরস্কারে মনোনীত করেন।উল্লেখ্য যে করোনা মহামারিতে তুলতুল প্রচুর লেখালেখি করে  তার কলম দিয়ে দেশের মানুষকে যথেষ্ট সচেতন করেছেন। তিনি বাংলাদেশ, ভারতের ভিবিন্ন  জাতীয় পত্র- পত্রিকায় বাংলা ইংরেজীতে কবিতা, গল্প লিখে সুনাম কুড়িয়েছেন। তারই সুবাদে তাকে এই মূল্যবান পুরস্কারে ভূষিত করেন  শ্রী দাদাসাহেব ফিল্ম এন্ড ফাউন্ডেশন কর্তৃপক্ষ। 

পুরস্কার প্রাপ্তিতে  তুলতুল বলেন, আসলে এমন কিছু চমক আসে জীবনে যা কখনো  আশা  করা হয়না।তবে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি।পড়ালিখায় প্রচুর ফাঁকিবাজ ছিলাম বলে,আব্বা -আম্মা কোনোদিন আমাকে দিয়ে কিছুই আশা করেনি।একটা রক্ষণশীল পরিবার থেকে বের হয়ে এসে সারা বিশ্বে লেখালেখি করে নিজেকে দাড় করানো অত্যন্ত কঠিন ও পরিশ্রমের।আর যেখানে বিনোদন খুব সহজ সেখানে একজন লেখকের লিখা পাঠকের গভীরে পৌঁছা  এত সহজ নয়।তাই এই আন্তর্জাতিক স্বীকৃতি সত্যি অনেক অনেক আনন্দের।

তুলতুল বাংলাদেশের, ভারত ও বিদেশে বাঙ্গালী পত্রিকায় লিখালিখি করে জপ্রিয়তা অর্জন করেছেন। তার ভারত/ বাংলাদেশ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।এছাড়াও তিনি পেয়েছেন আরও  উল্লেখযোগ্য অন্যান্য  জাতীয় পুরস্কার।


তিতাসে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন

তিতাসে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন

 তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ


কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত গ্রাম্য রাস্তা ঘাট পরিদর্শন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের নির্দেশে গতকাল মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাতে ক্ষতিগ্রস্ত কড়িকান্দি ইউনিয়নের গ্রাম্য রাস্তা ঘাট পরিদর্শন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।

এসময় তিনি কড়িকান্দি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লেখিত ভাবে অবগত করবেন বলে এমন আশ্বাস দিয়েছেন।

পীরগঞ্জে মামলা তুলে না নেওয়ায় বউ শাশুড়িকে মারপিট

পীরগঞ্জে মামলা তুলে না নেওয়ায় বউ শাশুড়িকে মারপিট

 


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নারী নির্যাতন মামলা তুলে না নেওয়ায় বউ শাশুড়িকে মারপিট করা সহ বাড়ি ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামের মামুনুর রশিদের মেয়ে মোসদ্দেকা মিতুর সাথে গত ২৪ এপ্রিল ২০২২ তারিখে একই এলাকার শাহা আলমের ছেলে সাইদুল ইসলামের এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোসদ্দেকা মিতুর স্বামী সহ তার পরিবারের লোকজন যৌতুকের চাপ দেয়। যৌতুক না পেয়ে বিভিন্ন সময় মিতুর উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে সাইদুলের পরিবার। উপায়ন্তর না পেয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে মিতু বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর একটি মামলা করেন। এরপর থেকেই মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি দেওয়া হয়। মামলা তুলে না নেওয়ায় সোমবার দুপুরে মিতুর স্বামী সাইদুল, শ^শুড় শাহ আলম, শাশুড়ি শহর বানু সহ তাদের কয়েকজন আত্মীয় স্বজন মিতুর বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে। এ সময় সাইদুলের স্ত্রী মিতু ও তার শ^াশুড়ি বিলকিস তাদের বাঁধা দিলে তাদের কে মারপিট করে আহত করা হয়। গুরুত্ব আহতবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মিতুর বাবা মামুনুর রশিদ জানান, জামাইয়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছে আমার মেয়ে। মামলা তুলে নিতে জামাইয়ের পরিবার থেকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল। মামলা তুলে না নেওয়ায় আমার বাড়িতে জামাই সহ তার বাবা মা এবং আত্মীয় স্বজনরা আমার মেয়ে ও স্ত্রীকে আহত করে বাড়ি ঘর ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে।

এ বিষয়ে সাইদুরের মা শহর বানু জানান, আমরা কোন কিছু করিনি। আমাদেরকে ফাঁসানোর জন্য আমার ছেলের শ^শুড় বাড়ির লোকজন বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোহনগঞ্জ সরকারি খাদ্য গোদাম থেকে বিপুল পরিমাণ চালের বস্তা উধাও, তদন্ত কমিটি গঠন

মোহনগঞ্জ সরকারি খাদ্য গোদাম থেকে বিপুল পরিমাণ চালের বস্তা উধাও, তদন্ত কমিটি গঠন

 হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জ খাদ্য গোদাম থেকে প্রায় ৭ হাজার চালের বস্তা উধাও হয়ে যায়। পরে এ ঘটনায় খাদ্য গোদাম সিলগালা করা হয় ও ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 

পরে অন্য জায়গা থেকে গভীর রাতে পিকআপভ্যানে করে সমপরিমাণ খালি বস্তা আনতে গেলে এলাকাবাসী পিকআপটি আটক করে এর চালক ও হেলপারকে থানায় সোপর্দ করে। তবে এ বস্তা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোতাকাব্বির খান প্রভাস শম্ভুগঞ্জ থেকে কিনে এনেছেন বলে জানিয়েছেন ট্রাকের চালক ও হেলপার।

রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল বাসস্ট্যান্ড এলাকায় বস্তাসহ পিকআপটি আটক করে এলাকাবাসী। 

থানায় আটক ট্রাকের
চালক শম্ভুগঞ্জ এলাকার রাইফুল ও হেলপার আরিফ জানায়, আমাদেরকে এসব বস্তা মোহনগঞ্জ পৌছে দেওয়ার কথা বলা হয়েছে। বস্তা গ্রহণকারীর একটি নাম্বার তারা দেখান। যাচাই করে দেখা গেছে এই নাম্বারটি গোদামের ওসিএলএসডি মোতাকাব্বির খান প্রভাসের। 

এরআগে রোববার বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান মোহনগঞ্জ খাদ্য গোদাম পরিদর্শন করেন। পরে পরিমাণের চেয়ে প্রায় ৭ হাজার চালের বস্তা কম দেখতে পেয়ে ৩ নম্বর গোদামটি সিলগালা করেন। পাশাপাশি এ ঘটনা তদন্তে বারহাট্টা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিলোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এতে পূর্বধলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনিছুর রহমান খান ও আটপাড়ার খাদ্য পরিদর্শককে সদস্য করা হয়।

মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে এ প্রতিনিধিকে  জানান, প্রতি ১৫দিন পরপর আমরা গোদাম পরিদর্শন করে রিপোর্ট করি। এটা নিয়মিত পরিদর্শনের অংশ। এতে ৩ নম্বর গোদামে প্রায় ৬-৭ হাজার বস্তা কম দেখা যায়। বিষয়টি জেলা কর্মকর্তা জেনে রোববার বিকেলে তদন্তে এসে কিছুটা সত্যতা পান। ফলে তিনি ওই গোদামটি সিলাগালা করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।

অভিযুক্ত ওসিএলএসডি মোতাকাব্বির খান প্রভাস তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গোদামের সব বস্তা গোনা সম্ভব হয়নি বলে তদন্ত কমিটির কাছে বস্তা বুঝিয়ে দিতে বলা হয়েছে। রাতে আটক হওয়া বস্তা ভর্তি পিকআপটি আমার নয়। এ বিষয়ে আমি কিছু জানি না।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওই আটক পিকআপে খালি বস্তা ছিল। সেগুলো স্থানীয় একজন মিল মালিকের কাছে পৌছে দেয়ার কাগজপত্র দেখিয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে পিকআপে ওই অন্য কিছু পাওয়া যায়নি।

তদন্ত কমিটির আহ্বায়ক বারহাট্টা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিলোয়ার হোসেন বলেন, তদন্তের কাজ এখনো শুরু করিনি। তবে শিগগির এ বিষয়ে তদন্ত শুরু করবো। 

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে দ্রত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলেছি। 

এ বিষয়ে জানতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মিজানুর রহমানকে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভি করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন সাড়া দেননি।

বরিশালে ২৭ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশালে ২৭ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

খোকন হাওলাদার ॥ বরিশালে স্থানীয় ও অভ্যন্তরীন রুটের নৌ চলাচল শুরু হয়েছে। ২৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে বরিশালে আটকে পড়া যাত্রীরাও নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। সন্ধ্যার পর ঢাকার লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তারা। 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সম্ভাব্য ক্ষতির আশংকায় বিআইডব্লিউটিএ গতকাল সোমবার সকাল ৬টায় ৩ নম্বর বিপদ সংকেত জারি করে। এ কারনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। নৌ চলাচল বন্ধ থাকায় বরিশাল নদী বন্দরে আটকা পড়ে কিছু যাত্রী। 

সোমবার মধ্য রাতে সিত্রাং বরিশাল উপকূল এলাকা অতিক্রম করায় মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হয়। রৌদ্রজ্জল পরিবেশে সকাল ৯টার দিকে ৩ নম্বর থেকে নামিয়ে ২ নম্বর সতকং সংকেত জারি করে তারা। ২ নম্বর সতর্ক সংকেত থাকলে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচল বন্ধ থাকে। বরিশাল রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ নেই। তাই অন্যান্য লঞ্চ চলাচল সকাল ৯টার পর থেকে স্বাভাবিক হয়। 

বরিশাল বিআইিব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, নদী বন্দরে এখন ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বরিশাল রুটে ছোট লঞ্চ না থাকায় সকাল ৯টার পর অন্যান্য লঞ্চ স্বাভবিকভাবে চলাচল করছে। সন্ধ্যার পর বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী লঞ্চ যাত্রার প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

দারাজ নিয়ে আসছে বহুল প্রত্যাশিত, বছরের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ‘১১.১১’

দারাজ নিয়ে আসছে বহুল প্রত্যাশিত, বছরের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ‘১১.১১’


দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (www.daraz.com.bd) টানা প মবারের মতো নিয়ে আসছে এর আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। আজ (২৪ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ১১.১১ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বছরের বৃহত্তম বিক্রয় উৎসব ১১.১১ ২০২২ নিয়ে দারাজের পক্ষ থেকে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

দারাজের ১১.১১ ক্যাম্পেইনটি ক্রেতাদের জন্য অত্যন্ত আনন্দের। ক্যাম্পেইন চলাকালে দারাজের ফ্যানরা তাদের কেনাকাটার চাহিদা মেটাতে পারবেন; বিশেষ করে এ ক্যাম্পেইনের সময় বিভিন্ন ছাড়, সুবিধা ও অফারের মাধ্যমে তুলনামূলক কম দামে কাঙ্খিত পণ্যগুলো কিনতে পারবেন ক্রেতারা। চলতি বছর ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে দারাজ চমৎকার সব অফার নিয়ে এসেছে। এগুলো হলো- এক্সক্লুসিভ ভাউচার, বাজেট বাই, কাউন্টডাউন ডিল, অ্যাড-টু-কার্ট গিভঅ্যাওয়ে, প্রাইস স্ল্যাশ, মেগা ভাউচার, হট ডিল, ব্র্যান্ড-ফ্রি শিপিং, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, শেক শেক অফার সহ আরো অনেক কিছু!

এ নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “২০৪১ সালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বাস্তবায়নের জন্য ই-কমার্স খাতের অপরিসীম ভূমিকা রয়েছে। তাই, এ খাতের বিকাশে আমরা প্রতিনিয়ত এ ধরনের ক্যাম্পেইন নিয়ে আসি। এ ধরনের ক্যাম্পেইনে প্রতিনিয়তই নতুন নতুন ক্রেতা সম্পৃক্ত হয়, যা এ ই-কমার্স খাতের প্রবৃদ্ধিকেই প্রতিফলিত করে।“

ক্যাম্পেইন সম্পর্কে তিনি আরও বলেন, “বছরের বৃহত্তম বিক্রয় উৎসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের বেশ আগ্রহ থাকে। এ সময়ে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়। টানা চার বছর ধরে আমরা এ ক্যাম্পেইনটি আয়োজন করছি। তবে, এবারের আয়োজনটি একটু ব্যতিক্রম। এ বছর আমাদের এ ক্যাম্পেইনটি ১১ দিন ধরে চলবে। এ ক্যাম্পেইনের স্পন্সর, পেমেন্ট ও ইভেন্ট পার্টনার হিসেবে যারা আছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।” 

এ বিষয়ে দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “দারাজ মূলত টেকসই ই-কমার্স তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরাণ্বিত করবে। ১১.১১ এখন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সেলস ক্যাম্পেইন, তাই আমরা ব্যবসার পাশাপাশি কমপ্লায়েন্স ও সচেতনতা বৃদ্ধিতে বেশি জোর দিয়েছি। দারাজ সবসময়ই ক্রেতা ও বিক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা করার জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছি আমরা। এছাড়াও, ডিজিটাল অন্তর্ভুক্তি তৈরিতে নিরলস কাজ করে যাছে দারাজ, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে। একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।”

ক্যাম্পেইনের ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে সিঙ্গার, রিয়েলমি, শাওমি, অ্যাপেক্স, বাটা, লাক্স, ডেটল, স্টুডিও এক্স, গোদরেজ এবং লোটো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোশন ভিউ, হায়ার, ইনফিনিক্স, টিপি-লিংক, ফ্যাব্রিলাইফ, রিবানা, 

নেসলে, ডেকো, প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু এবং ম্যাসকুলিন। এছাড়া, সিলভার স্পন্সর হিসেবে রয়েছে ওয়াও স্কিন সায়েন্স, ওরাইমো গ্লোবাল, ঝিয়ুন, ম্যানফেয়ার, ভ্যাসলিন, স্কিন ক্যাফে, ওজেরিও, লিভিংটেক্স, ফার্নিকম, মটোরোলা, লুইসউইল এবং এস্কেমেই।

ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, ইবিএল, সিটি ব্যাংক, এইচএসবিসি, ঢাকা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এসইবিএল, ইউসিবি এবং ব্র্যাক ব্যাংক। ১১.১১ ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে জায়নাক্স হেলথ, টগি ফান ওয়ার্ল্ড, ল্যাভিশ বুটিক, প্রিভে বাই নাহিলা, স্প্লেনডর বাই আনিকা, লাক্স স্যালন, লিয়া'স বিউটি বক্স, স্কিন অ্যান্ড স্ক্যাল্প, তিশা'স বিউটি হাব, স্টুডিও অমব্রে, পালস হেলথকেয়ার, পাউডার রুম বাই এশা এবং গ্ল্যামফ্রিক বাই ফারিন। ক্যাম্পেইনের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে রয়েছে গ্রামীনফোন মাই জিপি অ্যাপ।

পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯টি হুইল চেয়ার, ১১ টি শ্রবণ যন্ত্র ও ২ সেট ক্র্যাচ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে আনষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামিম আহাম্মেদ, সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, নাসিমুল বারি, সুলতান আহাম্মেদ, শাহাজান আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়,ফকিরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। 

প্রতিরোধ সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ ও পৌরশহরে সিসি ক্যামেরা সচল এবং শহরের যানজোট মুক্তকরন সহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

ঘূর্ণিঝড় চিত্রাং বিপদ সংকেতের হাত থেকে নৌযানকে নিরাপদ অবস্থানে রাখার অনুরোধ জানান নির্বাহী কর্মকর্তা তানজিনা

ঘূর্ণিঝড় চিত্রাং বিপদ সংকেতের হাত থেকে নৌযানকে নিরাপদ অবস্থানে রাখার অনুরোধ জানান নির্বাহী কর্মকর্তা তানজিনা

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান || আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় চিত্রাং এর কারণে  সমগ্র বাংলাদেশে বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরই পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মদন  উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন মদন উপজেলার সকল নদীপথে ইঞ্জিন চালিত নৌযান আজ ২৪ অক্টোবর রোজ সোমবার থেকে আগামী কাল ২৫ অক্টোবর রোজ মঙ্গলবার আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রেখে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।

ঘূর্ণিঝড় সিত্রাং আজ উপকূলে আঘাত হানতে পারে বলে  আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। এর প্রভাবে সারাদেশে বিরূপ  আবহাওয়া প্রতিরুপ  বিরাজ করছে। তাই আজ সন্ধ্যা থেকে আগামীকাল বেলা ২ টা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে নিরাপদ স্হানে অবস্থান করার অনুরোধ করেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন।

ঘূর্ণিঝড় সিত্রাং: বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাং: বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

খোকন হাওলাদার ॥ 

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (২৪ অক্টোবর) সকালে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

তিনি জানান, ৩ নম্বর সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে।

বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পায়রা বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দূরে আছে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নদীবন্দ‌রে ৩ ও সমুদ্রবন্দ‌রে ৭ নম্বর সংকেত র‌য়ে‌ছে। বরিশালে বর্তমানে বাতাসের গতিবেগ ২০ ন‌টিক্যাল মাইল থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে বা‌তা‌সের গ‌তি‌বেগ ৭০ ন‌টিক্যাল মাইল। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বাড়তে থাকবে।