তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জলি রানী (১২) নামের এক কিশোরী।ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামে। সে কাকিয়াখালি দাশপাড়া গ্রামের শ্রেনীবাসের মেয়ে।
এ ব্যাপারে নিহতের বারা শ্রেনীবাস বাদী হয়ে তিতাস থানায় মামলা করেছেন।পারিবারিক সূত্র জানা যায়,গত বৃহস্পতিবার বিকালে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয় জলি। এ সময় তার প্রতিবেশী অয়ন নামক একটি শিশু ঘরে এসে জলিকে জুলন্তাবস্থায় দেখে তার জেঠি অনীতাকে ডাকে,তারপর লোকজন এসে তাকে বাড়ির উঠোনে নামিয়ে মাথায় উঠানে নামিয়ে মাথায় পানি ঢালা অবস্থায় তার মৃত্যু হয়। তবে নিহতের হাতে ( R+J) এমন একটি লেখার ছাপ পাওয়া যায় বলে এলাকাবাসী জানান।
তাছাড়া তার আত্নহত্যার পেছনে প্রেমঘটিত বিষয় থাকতে পারে বলেও এলাকায় গুঞ্জন উঠেছে।মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে আমি স্থানীয় মেম্বারকে ফোন করেছিলাম,কিন্তু বিস্তারিত জানতে পারিনি।জলি রানীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি খুবই দুঃখজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মৃত জলি রানীর লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মর্মে একটি মামলা দায়ের করেছে তার বাবা।



0 coment rios: