শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

কলমাকান্দায় শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, তরুণ আটক

হাবিবুর রহমান, মদন প্রতিনিধিঃ শারিরীক প্রতিবন্ধী কিশোরীর হতদরিদ্র বাবা মাছ ধরতে যান। মা গরু-বাছুর আনতে ও ছোট ভাইটি খেলার জন্য ঘরের বাহিরে। তারা কেউই ছিলেন না বাড়িতে। এ সুযোগে নির্জনস্থানে ঘরে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন তরুণ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে কিশোরীর মা ঘরে আসলে ধর্ষণের দৃশ্য দেখেন এবং হাতেনাতে আটক করতে পারলেও কৌশলে তরুণ দৌঁড়ে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেই তরুণকে আটক করেন।

এমন ঘটনার অভিযোগ উঠেছে প্রতিবেশি মো. আওয়াল মিয়া (২২) নামে প্রতিবেশি তরুণের ওপর। তিনি উপজেলার সদর ইউনিয়নের পাছুড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। 

খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে এলাকাবাসীর কাছ থেকে আওয়ালকে হেফাজতে নেন পুলিশ। শুক্রবার দুপুরের দিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ এবং সেখান থেকে ভিকটিমের জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হবে জানায় পুলিশ।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবার অভিযোগটি রাতেই থানায় মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। নেত্রকোনা হাসপাতালে প্রতিবন্ধী কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দীর জন্য ও আটককৃত আওয়াল মিয়াকে আদালতে নেওয়া হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: